প্রকাশিত: Mon, Jul 3, 2023 9:40 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

[১]রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রখ্যাত লেখিকার মৃত্যু

সাজ্জাদুল ইসলাম: [২] ইউক্রেনের একজন পুরস্কার জয়ী লেখিকা হলেন ভিক্টোরিয়া এমেলিনা (৩৭)। দেশটির সবচেয়ে খ্যাতিমান তরুণ লেখকদের অন্যতম হলেন তিনি। সূত্র: সিএনএন

[৩] গত মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রোমাটোরস্ক শহরের পিৎজা রেঁস্তোরায় ক্ষেপনাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ হামলায় প্রাণ হারানো ১৩তম ব্যক্তি হলেন এমেলিনা। মানবাধিকার কর্মীরা এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন। ক্রোমাটোরস্ক ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন শহর। তবে এটি রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের একেবারে কাছে অবস্থিত। হামলার সময় এমেলিনা সেখানে খাবার খাচ্ছিলেন। ওই ক্ষেপনাস্ত্র হামলায় প্রায় ৬০ জন আহত হন।

[৪] রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর এমেলিনা যুদ্ধাপরাধের প্রামান্যচিত্র নির্মাণ এবং রণাঙ্গন সংলগ্ন এলাকার শিশুদের নিয়ে কাজ করতে শুরু করেন।

[৫] গত বছর এমেলিনা শিশু সাহিত্যিক ভলোদোমির ভাকুলেঙ্কোর ডায়রি উদ্ধার করেন। রাশিয়ার সেনারা ইজিউম শহর থেকে তাকে অপহরণ করে। পরে তারা ভাকুলেঙ্কোকে হত্যা করে। 

[৬] ভাকুলেঙ্কোর বাস্তব কাহিনী ভিত্তিক ইংরেজি গ্রন্থ ‘ওয়ার এন্ড জাস্টিস ডাইরি: লুকিং এট ওইমেন লুকিং এট ওয়ার’। বইটি প্রকাশের অপেক্ষায় রয়েছে। সম্পাদনা: ইমরুল শাহেদ